বিমানবন্দর সড়কে গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত

সড়ক দুর্ঘটনা

এস.এম.মনির হোসেন জীবনঃ রাজধানীর বিমানবন্দর সড়কে রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বিমানবন্দর সড়ক গোলচত্তর সংলগ্ন পুলিশ বক্রের দক্ষিণ পাশে এ দুঘটনা ঘটে। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আযম মিয়া মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান জানান, মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা বিমানবন্দর সড়কে বিমানবন্দর সংলগ্ন পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশের দৌঁড়ে মহাসড়ক পারাপার হওয়ার সময় যানবাহনের চাপায় ঘটনাস্থলেই নিহত হন অজ্ঞাতপরিচয় (৩৪) নামে এক ব্যক্তি। এরপর একাধিক গাড়ি তাকে পিষ্ট করে। পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির নাম-ঠিকানা ও পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনায় বিমানবন্দর থানায় রোড এক্রিডেন্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।