
নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট ৪১৯ জন হাজি নিয়ে ঢাকায় পৌঁছেছে। সোমবার রাত ১১টা ২০ মিনিটে বিজি-৪০১২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। প্রথম ফ্লাইটে আসা হাজিদের স্বাগত জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় আল্লাহর ঘরে আসা লাখো মুসল্লির সঙ্গে এবার পবিত্র হজে অংশ নেন এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন বাংলাদেশি। বিমান কর্তৃপক্ষ জানায়, হাজিদের ফিরতি ফ্লাইট নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।