গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকার
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
নং -৩০.০০.০০০০.০০১.২৫.০০৫-২০১৮-৮৩৭ তারিখ-২৫/১১/২০১৮ খ্রিঃ
বিষয় ঃ বিভিন্ন প্রিন্ট ও অন-লাইন মিডিয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে জড়িয়ে প্রকাশিত
সংবাদের প্রতিবাদ।
গত ২৪ ও ২৫ নভেম্বর, ২০১৮ তারিখ প্রকাশিত বিভিন্ন প্রিন্ট ও অন-লাইন মিডিয়ায় বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের উদ্ধৃতি দিয়ে গত ২০ নভেম্বর ২০১৮ তারিখ ঢাকা অফিসার্স ক্লাবের চতুর্থ তলার কনফারেন্স রুমে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ‘গোপন মিটিং’ হয়েছে মর্মে প্রকাশ করা হয়েছে। বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভীর উদ্ধৃতিতে উক্ত কল্পিত খবরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মহিবুল হককে জড়িয়ে অসত্য ও বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে।
২। ঢাকা অফিসার্স ক্লাব সরকারের বিভিন্ন পদে কর্মরত ও প্রাক্তন উর্দ্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি ক্লাব। অফিস সময়ের পরবর্তীতে অবসর সময়ে ক্লাবের সম্মানীত সদস্যরা এ ক্লাবে খেলাধুলা , বিনোদনসহ অন্যান্য সামাজিক কার্যক্রমে অংশগ্রহন করেন। এ বিষয়টি প্রাত্যহিকভাবে ঘটে থাকে। তাই সন্ধ্যার পর ক্লাবে উপস্থিত থেকে বিনোদন ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহনের মতো অতি স্বাভাবিক একটি কার্যক্রমকে রাজনৈতিক রং লাগিয়ে প্রকাশ করা চরম বিভ্রান্তিকর এবং একজন ক্লাব সদস্যের জন্য অবমাননাকর। উল্লেখ্য যে , বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মহিবুল হক বর্ণিত দিন ২০ নভেম্বর সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত হোটেল প্যান-প্যাসিফিক সোনারগাঁ-এ হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেড(হিল) এ র্পূর্বনির্ধারিত বার্ষিক সাধারণ সভা ও পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত ছিলেন। এ ধরনের বিভ্রান্তির বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।
(মোহাম্মদ মাহবুবুর রহমান)
জনসংযোগ কর্মকর্তা
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঃ
১। সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রেস), তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২। পরিচালক (বার্তা), বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা।
৩। প্রধান বার্তা সম্পাদক, এটিএন বাংলা/চ্যানেল-আই/চ্যানেল নাইন/যমুনা টিভি/সময় টিভি/এনটিভি/বৈশাখী
টিভি/বাংলাভিশন /মাই টিভি/এটিএন নিউজ/ মোহনা টিভি/আর টিভি/মাছরাঙ্গা টিভি/এসএ টিভি/ ইন্ডিপেনডেন্ট
টিভি/এশিয়ান টিভি/দীপ্ত টিভি/নাগরিক/বাংলা/৭১/জটিভি।
৪। বার্তা সম্পাদক, বাংলাদেশ বেতার/রেডিও টুডে/এবিসি/রেডিও ধ্বনি।
৫। চীফ রিপোর্টার, বাসস, ঢাকা।
৬। চীফ রিপোর্টার, ইউএনবি/বিডিনিউজ/বাংলা নিউজ/বাংলা ট্রিবিউন/বার্তা-২৪/ঢাকা।
৭। বার্তা প্রধান, দৈনিক ইত্তেফাক/ প্রথম আলো/জনকন্ঠ/ইনকিলাব/বাংলাদেশ প্রতিদিন/ সংবাদ/মনব জমিন/ যুগান্তর/ভোরের
কাগজ/ নয়া দিগন্ত/খবর পত্র/ আমাদের সময়/ সমকাল/দিনের শেষে/ মানব কন্ঠ/ ভোরের ডাক/ আমার কাগজ/
যায়যায়দিন/কালের কন্ঠ/ সকালের খবর/ আজকের পত্রিকা/ আজকের খবর/আলোচিত বাংলাদেশ/আমাদের
অর্থনীতি/বর্ণিক বার্তা/ দিনকাল/ডেইলী স্টার/ অবজারভার/নিউজ টুডে/নিউ এজ/বাংলাদেশ টুডে/নিউ
নেশন/ইন্ডিপেনডেন্ট/ফিনান্সিয়াল এক্সপ্রেস।


