বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ ও মোনাজাত করা হয়। নেপালের কাঠমুন্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম।

মোনাজাতে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। তাদের শোকসন্তপ্ত পরিবার যেন ধৈর্য্য ধারণ করতে পারেন সেজন্য দোয়া করা হয়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

মিলাদ ও মোনাজাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের শায়খ খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদারসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।