
নিজস্ব প্রতিবেদক : নাশকতার পরিকল্পনার অভিযোগে সাব্বির নামে বিমান বাংলাদেশের এক কো-পাইলটসহ (ফার্স্ট অফিসার) চার জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে মঙ্গলবার ভোরে তাদের আটক করে র্যাব-৪ এর সদস্যরা। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। সাব্বির দারুস সালামে র্যাবের অভিযানে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী ছিলেন। এ বিষয়ে আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র্যাব। বিমান বাংলাদেশের সহকারী জনসংযোগ কর্মকর্তা তাসলিমা আক্তারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সাব্বিরের আটকের বিষয়ে তারা কিছুই জানেন না। তবে তিনি জানান, দারুস সালামে আব্দুল্লাহ নামে এক জঙ্গি নিহতের পরে উগ্রবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিমান বাংলাদেশ থেকে সাব্বির নামে একজনকে বহিষ্কার করা হয়েছিল।