মোঃ সেলিম; কক্সবাজার প্রতিনিধি: তল্লাশী কালে কক্সবাজার বিমান বন্দর থেকে চার হাজারপিস ইয়াবা সহ আটক করা হয় দুই তরুণীকে ।
মঙ্গল বার বেলা পৌনে এগারটার দিকে তাদের দুজনের কাছে ট্যালি বেগে তল্লাশী করে এই চার হাজারপিস ইয়াবা গুলো উদ্ধার করে পুলিশ ।কক্সবাজার মডেল থানা ভার প্রাপ্ত কমকতা ফরিউদ্দিন বেলা তিন টা র দিকে আটক এর বিষয় টি নিশ্চিত করেন।আটকহ নিহা ফারজানা বরিশালেরবোরহান উদ্দিন থানা বট গ্রানিজবাডী আছে বলে জানান।


