বিয়ে নিয়ে সমালোচনা, রোমান্টিক ভিডিও শেয়ার করে জবাব দিলেন সোনাক্ষী

গত বছর জুন মাসে নিজের বাড়িতেই আইনি বিয়ে সারেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। আর বিয়ের পর থেকে হানিমুন ফেজেই আটকে রয়েছেন এ তারকা দম্পতি। একের পর এক ট্যুরে দেখা গেছে দুজনকে। বিয়ের আগে সোনাক্ষী ও জাহিরের প্রেম ছিল সাত বছরের। এরপরে তারা সাত পাকে বাঁধা পড়েন।

বিয়ের আগেও একসঙ্গে কম ঘোরেননি, বিয়ের পরও বিশ্বভ্রমণে মজেছেন। ইতোমধ্যে তারা মালদ্বীপ, মিশর, ফিনল্যান্ড, বুদাপেস্টের মতো জায়গা থেকে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে জানান দিয়েছেন। আর এবার দুজনে গেলেন সুইজারল্যান্ডে। এ মুহূর্তে এ দম্পতি সুইজারল্যান্ডে একান্তে সময় কাটাচ্ছেন। সামাজিক মাধ্যমে এমনই ছবি দেখা গেছে।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রোমান্টিক ছবি শেয়ার করেছেন সোনাক্ষী সিনহা। সুইজারল্যান্ডের মনোরম পরিবেশে দুজনকে দেখা যাচ্ছে রোমান্টিক মেজাজে। এ ছবিতে সোনাক্ষীকে জাহিরকে চুমু খাওয়ার ভঙ্গিতে দেখা যাচ্ছে। পেছনে বরফঢাকা পাহাড়, সামনে চুমুতে মজে আছেন জাহির। এ ছাড়া সোনাক্ষী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে জাহিরকে গাড়ি চালাতে দেখা যাচ্ছে এবং সোনাক্ষী পাশে তার হাত ধরে বসে আছেন।

এর আগে জাহির ইকবালকে বিয়ে করা নিয়ে কম ট্রোলের শিকার হননি সোনাক্ষী। এমনকি ভিন্নধর্মে বিয়ে করা নিয়ে নাকি অমত ছিল পরিবারের। আর সোনাক্ষীর দুই দাদা লব ও কুশ তা মানতে পারেননি। এমনকি কিছু কট্টরপন্থিও ক্রমাগত সমালোচনা চালিয়ে গেছে। যদিও অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন—বিয়ের পর তার ধর্ম পরিবর্তন করার প্রশ্নই আসেন না। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে হয়েছে দুজনের বিয়ে। এবং দুজনে একে অপরের ধর্মকে সম্মান করেন, ধর্মীয় অনুষ্ঠানে ভাগ করে নেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের দাবাং নায়িকা জানিয়েছেন, শ্বশুরবাড়ির লোকেরা রীতিমতো তাকে তুলোয় মুড়ে রাখেন। সবসময় চেষ্টা চালিয়ে যান, যাতে নতুন পরিবার, নতুন পরিবেশে মানিয়ে নিতে পারেন। শ্বশুরবাড়ির লোকের কাছে তিনি বউমা নন, বাড়ির মেয়ে।

সোনাক্ষিী বলেন, একজন মেয়ে হিসেবে, আমি নিজের বাড়িতে অবশ্যই সবার ভীষণ আদরের ছিলাম। কিন্তু শ্বশুরবাড়িতে সবাই আমাকে মেয়ের চেয়েও বেশি ভালোবাসে।

তিনি বলেন, আমি সত্যি এমন শ্বশুরবাড়ি পেয়ে ধন্য। ওদের মধ্যে একটা দায়িত্ব রয়েছে যে, অন্যের মেয়ে আমাদের বাড়িতে এসেছে। তাই তারা প্রতিবার অতিরিক্ত এমন কিছু করে এবং আমাকে এমন অনুভূতি দেয় যেন, আমি সবসময় এখানেই বাস করি। আমি এ বাড়িতেই জন্মেছি, আর আমি এই বাড়িরই মেয়ে।