বিনোদন ডেস্ক : ‘কিক’ সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। তারপর আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।
দীর্ঘ দুই বছর পর একসঙ্গে কাজ করলেন তারা। তবে কোনো সিনেমায় নয়, একটি জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে জুটি বেঁধেছেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
এই প্রতিষ্ঠানে সব রকমের জুয়েলারি কালেকশন রয়েছে। কানের দুল, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি। তবে ব্র্যান্ডটি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে কাপল রিংয়ের ওপর। এ প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘স্বামী-স্ত্রীর একই আংটি, বিষয়টি বেশ রোমান্টিক।’
২০১৪ সালে ‘কিক’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছিল সিনেমাটি। এই সিনেমাটি জ্যাকুলিনের জীবনের অনেক কিছু পাল্টে দিয়েছে বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী।