ক্রীড়া প্রতিবেদক : বিরল এক কীর্তি গড়লেন সাকিব আল হাসান।
ইতিহাসের প্রথম বোলার হিসেবে তিন ফরম্যাটেই দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেলেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।
টেস্ট ও টি-টোয়েন্টিতে আগেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন সাকিব। এবার ওয়ানডেতে সর্বোচ্চ শিকারি আব্দুর রাজ্জাককে ছুঁয়ে ফেললেন।
২০৭ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এতদিন রাজ্জাক একা। রোববার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে নিজের প্রথম ওভারেই সাবির নুরিকে এলবিডব্লিউ করে সাকিব ছুঁয়েছেন রাজ্জাককে। সেই সঙ্গে গড়েছেন বিরল কীর্তি।
সাকিব টেস্টে পেয়েছেন ১৪৭ উইকেট। এই ফরম্যাটে এখন তার ধারেরকাছেও নেই বাংলাদেশের কোনো খেলোয়াড়। দ্বিতীয় সর্বোচ্চ ১০০ উইকেট নিয়েছেন ২০০৮ সালে অবসরে যাওয়া মোহাম্মদ রফিক। এরপর রয়েছেন মাশরাফি বিন মুর্তজা (৭৮ উইকেট)। ২০০৯ সালে সবশেষ টেস্ট খেলা মাশরাফি আবার কবে সাদা জার্সিতে ফিরবেন, তা বলা কঠিন।
টি-টোয়েন্টিতেও একই অবস্থা। শর্টার ফরম্যাটে সাকিবের পকেটে ৬৫ উইকেট। এখানেও শীর্ষে উঠতে সাকিব পেছনে ফেলেন আব্দুর রাজ্জাককে। নির্বাচকদের ‘নজরের’ বাইরে থাকা আব্দুর রাজ্জাক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৪ উইকেট। এরপর রয়েছেন আল-আমিন হোসেন (৩৯ উইকেট), মাশরাফি বিন মুর্তজা (৩৮ উইকেট) ও মুস্তাফিজুর রহমান (২২ উইকেট)।