
ক্রীড়া ডেস্ক : বিরল ঘটনার সাক্ষী হলো নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা চতুর্থ ওয়ানডে। ওয়ানডে ইতিহাসে এই প্রথমবার প্রথম ইনিংসে দুই স্পিনার দুই প্রান্ত থেকে বোলিং শুরু করলেন। বিরল এই কীর্তি গড়েছেন দুই কিউই স্পিনার জিতান প্যাটেল ও মিচেল স্যান্টনার।
হ্যামিল্টনের সেডন পার্কে বুধবার টস জিতে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বোলিং শুরু করেন প্যাটেল। ৩৬ বছর বয়সি অফ স্পিনার দলকে সফলতাও এনে দেন, তৃতীয় বলেই ফিরিয়ে দেন কুইন্টন ডি কককে। প্রথম ওভারে ২ রান দিয়ে ডি ককের উইকেটটি নেন প্যাটেল।
অন্য প্রান্ত থেকে ইনিংসের দ্বিতীয় ওভার শুরু করেন বাঁহাতি স্পিনার স্যান্টনার। তাতেই ৪৬ বছরের ওয়ানডে ক্রিকেট সাক্ষী হয় বিরল ঘটনার। স্যান্টনার এই ওভারে খরচ করেন ৩ রান।