বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে শাহরুখ খান ও আলিয়া ভাট অভিনীত ডিয়ার জিন্দেগি সিনেমার নতুন গান ‘জাস্ট গো টু হেল দিল’। এতে দেখানো হয়েছে ব্রেকআপের বিরহ ভুলতে কী কী করছেন কাইরা অর্থাৎ আলিয়া।
‘জাস্ট গো টু হেল দিল’ গানটির কথা লিখেছেন কাওসার মুনীর এবং সুর করেছেন অমিত ত্রিবেদী। গানটিতে কণ্ঠ দিয়েছেন সুনিধি চৌহান।
ডিয়ার জিন্দেগি সিনেমার গল্প কাইরা নামের একজন সিনেমাটোগ্রাফারের গল্প নিয়ে, যিনি তার সঠিক জীবনের খোঁজে রয়েছেন। এ সময় তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার পর তিনি উপলব্ধি করেন অপূর্ণতার মাঝেই রয়েছে প্রকৃত আনন্দ।
ডিয়ার জিন্দেগি সিনেমায় আরো অভিনয় করেছেন কুণাল কাপুর, আঙ্গাদ বেদি ও আদিত্য রয় কাপুর। সিনেমাটি পরিচালনা করেছেন গৌরি শিন্ডে। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
দেখুন : ‘জাস্ট গো টু হেল দিল’ গানটি