
খেলাধুলা ডেস্ক :গতকাল রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এবারের আসরের প্রথম ম্যাচটি খেলতে নামে গুজরাট। প্রথম ম্যাচেই সাকিব-গাম্ভীরদের কলকাতার বিপক্ষে ১০ উইকেটে লজ্জাজনকভাবে হেরেছে গুজরাট। তবে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল রায়না। ব্যাট হাতে তিনি বেঙ্গালুরুর অধিনায়ক কোহলিকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছেছেন।
ভারতীয় রানমেশিন বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছেছেন সুরেশ রায়না। আইপিএলের দশম আসরের ম্যাচে গুজরাট লায়ন্সের হয়ে খেলতে নেমে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। আর তাতেই কোহলিকে ছাড়িয়ে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের দিক থেকে শীর্ষে চলে গেছেন গুজরাট অধিনায়ক।
ব্যক্তিগত ৪ হাজার ৯৮ রান নিয়ে এবারের আসরের প্রথম ম্যাচটি খেলতে নামেন রায়না। তিনি মাঠে নামার আগে ৪ হাজার ১১০ রান নিয়ে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে ছিলেন কোহলি। তবে কলকাতার বিপক্ষে ৬৮ রানের অপরাজিত এক ইনিংসে ভারতীয় অধিনায়ক কোহলিকে ছাড়িয়ে যান রায়না। আইপিএলে এটি তার ২৯তম ফিফটি।
রায়নার অপরাজিত ফিফটিতে ভর করে শুরুতে ব্যাট করা গুজরাট লায়ন্স ঘরের মাঠে ১৮৩ রান করে। কিন্তু ক্রিস লিন ও গৌতম গাম্ভীরের দুর্দান্ত ওপেনিং জুটিতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা। কলকাতার বিপক্ষে হারের পর সুরেশ রায়নার আইপিএলের মোট রান এখন ৪ হাজার ১৬৬। কোহলির চেয়ে ৫৬ রানে এগিয়ে রয়েছেন রায়না।