বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে রবিবার সন্ধ্যায় আয়োজিত এক আলোচনা সভায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও আমার বাংলাদেশ যুব পার্টি (এবি যুব পার্টি) দিনাজপুর জেলা শাখা ও বিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি যুব পার্টির জেলা সদস্য সচিব হাদিসুর রহমান ও উপজেলা সদস্য সচিব সামিউল আলম।
বক্তব্যে এবি পার্টির নেতৃবৃন্দরা বলেন, গণঅধিকার পরিষদের নেতারা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে শুরু থেকেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করে আসছিলেন। ২৪ এর গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও গণঅধিকার পরিষদ সাহসীকতার সহিত নিজেদের অবস্থান তুলে ধরে সচেষ্ট ভূমিকা পালন করেছিল।
নেতৃবৃন্দরা আরও বলেন, ঐক্য ধরে রাখতে পারস্পরিক ভ্রাতৃত্বের কোন বিকল্প নেই। আগামীতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এবি পার্টি ও গণঅধিকার পরিষদ ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।


