মো: সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে সারা দেশের ন্যায় সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর শনিবার সকাল থেকেই ধারাবাহিকভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় এসব সমাবেশ। সকাল ১০টায় বিরামপুর ডিগ্রী কলেজ চত্ত্বরে অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ অদৈত্য কুমার অপুর স ালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো: শিবলী সাদিকের বিশেষ সহকারী আজিজুল হক, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম জিন্নাহ, বিজিবি-২৯ নায়েক সুবেদার আবু তাহের, জেলা ন্যাপ-এর ভাইস প্রেসিডেন্ট আব্দুল আজিজ সরকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ একেএম শাহজাহান, অ্যাডভোকেট মওলা বক্স, বিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ মানিক, নিউজ ডায়েরী বিডি ডটকমের সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হক মানিক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
একইভাবে বিরামপুর আদর্শ হাই স্কুল, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, আমানুল্লাহ বিদ্যানিকেতন, পাইলট উচ্চ বিদ্যালয়, বিজুল দারুল হুদা কামিল মাদরাসা সহ সকল স্কুল, কলেজ ও মাদরাসাগুলো নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ পালন করেছে।