মো: সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে কলেজ বাজার এলাকা থেকে আজিজুল ইসলাম (২৩) নামের ভুয়া পুলিশের পরিচয়ধারী এক ব্যক্তিকে আটক করেছে বিরামপুর থানা পুুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, ০৪ সেপ্টেম্বর রবিবার সকালে এপিবিএন-এর আর্মড পুলিশ ব্যাটালিয়ানের পোশাক পরিহিত আতিক নামধারি এক পুলিশ কলেজ বাজার এলাকায় রাস্তায় মোটর সাইকেল আটকিয়ে তল্লাশি চালাচ্ছিল। এমতাবসস্থায় তার তল্লাশির ধরন দেখে আশপাশের লোকজনের সন্দেহ জনক মনে হলে তারা স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঐ ভুয়া পুলিশ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক ব্যক্তির (ভুয়া পুলিশের) স্বীকারাক্তি মোতাবেক, সে শনিবার ঢাকা থেকে তার বন্ধু সিরাজুলের সাথে দেখা করার জন্য বিরামপুরে নেমে যায়। কিন্তু বন্ধুর সাথে দেখা না মিললে সে কোন স্থানে রাত যাপন করে রবিবার বাড়ি ফেরার প্রস্তুতি গ্রহণ করে। সে আরোও জানায়, তার বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বালাহাট ইউনিয়নের বুজরুত কোনারপাড়া গ্রামে। তার বাবার নাম শহিদুল ইসলাম ও মায়ের নাম রাবেয়া খাতুন।
বিরামপুর থানার এস.আই শাহ্ আলম জানান, ছেলেটিকে সন্দেহ জনক দেখে স্থানীয় লোকজন মুঠোফোনে আমাদেরকে বিষয়টা অবহিত করলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার সম্পর্কে ইত:মধ্যে অনেক তথ্য পাওয়া গেছে। আরো কিছু জানতে তাকে জিজ্ঞাসাবাদের কাজ চলছে। এ ব্যাপারে ভুয়া পুলিশ পরিচয় দেওয়ার অপরাধে নিয়মিত আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।