বিরামপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের ঘন্টাব্যাপী কর্ম বিরতি পালন

মোঃ সামিউল আলম, বিশেষ প্রতিনিধি (দিনাজপুর):
“এক দেশে দুই নীতি মানি না, মানবো না” -স্লোগানে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারী কোষাগার থেকে দেওয়ার দাবীতে দিনাজপুরের বিরামপুরে ১ ঘন্টার কর্ম বিরতি পালন করেছে বিরামপুর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কেন্দ্রীয় পূর্ব কর্মসূচি অনুযায়ী আজ বুধবার (২৬ এপ্রিল) পৌরসভা কার্যালয়ের মূল ফটকের সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের নেতৃবর্গ তাদের দাবীগুলো তুলে ধরেন।
এ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ রায়হান কবির চপল, প্রচার ও দপ্তর সম্পাদক এসএম মাসুদ রানা প্রমূখ।
কর্ম বিরতি পালন শেষে সকলেই তাদের নিজ নিজ কাজে পূনরায় যোগদান করেন।