মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের দিবসটি পালন করা হয়।
৯ ডিসেম্বর, সোমবার সকাল ১১টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয়ে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন।
একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার প্রমুখ।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, কৃষি অফিসার কমল কৃষ্ণ রায়, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মমিনুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এনজিও কর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এবারে উপজেলার ৫ জন জয়িতাকে নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠান শেষে সফল জননী ও শ্রেষ্ঠ জয়িতা বাংলার ৪ নারীকে সংবর্ধনা দেওয়া হয়। অপর একজন জয়িতা নারী দিনাজপুর জেলায় নির্বাচিত হয়ে সেখানে সংবর্ধনা নিতে গিয়েছেন বলে জানানো হয়।