মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় ব্যবসায়ীদের নিয়ে আদর্শ হাইস্কুলের হলরুমে এক দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর বিরামপুর উপজেলা সভাপতি অধ্যাপক এ এস এম ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর-দিনাজপুর অঞ্চলের সভাপতি ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা দক্ষিণ সভাপতি আলমগীর হোসেন, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, আইবিডব্লিউএফ এর দিনাজপুর জেলা দক্ষিণের উপদেষ্টা মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বিরামপুর উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মকছেদ আলী ও উপজেলা আইবিডব্লিউএফ এর উপজেলা সেক্রেটারি মোস্তাকিম আজাদ প্রমুখ।
এর আগে সকাল ৭ টায় বিরামপুর পৌরসভার উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে এক দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভা আইবিডব্লিউএফ এর সভাপতি ডেন্টিস্ট রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইবিডব্লিউএফ এর রংপুর-দিনাজপুর অঞ্চল সভাপতি আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন, জেলা দক্ষিণ সভাপতি আলমগীর হোসেন, জেলা দক্ষিণ সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা দক্ষিণ উপদেষ্টা মুহাদ্দিস ডক্টর এনামুল হক, পৌর প্রধান উপদেষ্টা সাখাওয়াত হোসেন প্রমুখ।