বিরামপুরে ভাষা শহীদদের প্রতি বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদন

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) : “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি” -এই স্লোগানকে সামনে রেখে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও বিশিষ্ট জনেরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ৫২’র ভাষা শহীদের স্বরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
২১ শে ফেব্রুয়ারী, মঙ্গলবার প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিট হতে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের বেতি দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষন নিরবতা পালন করে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
এসময় ফুল দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসনের পক্ষে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মনিরুজ্জামান আল-মাসউদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল, সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনসমূহ, বিরামপুর রিপোর্টার্স ইউনিটি, বিরামপুর মাদক প্রতিরোধ ও জনকল্যাণ সংস্থাসহ অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠনসমূহ।