বিরামপুরে মাদক বিরোধী সমাবেশ

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ড মাদক প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থা’র আয়োজনে শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বিশাল মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আলহাজ¦ মোঃ লিয়াকত আলী সরকার টুটুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার (এস.পি) মোঃ হামিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ খাইরুল আলম রাজু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (এ.এস.পি) আবু হায়দার মোঃ ফয়জুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান হান্না, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বাবু, ২নং ওয়ার্ড মাদক প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি নূর আলম মন্ডল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, শান্তিনগর দিগন্ত ক্লাবের সভাপতি ছানোয়ার হোসেন প্রমূখ। sam_2946
সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকদ্রব্যের বিক্রি ও সেবন বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে এস.পি হামিদুল আলম বলেন, দিনাজপুর জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের মাদক বিরোধী চলমান অভিযানে মাদকের সাথে সংশ্লিষ্ট কেউ ছাড় পাবেনা বলে তিনি জানান।