সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার মির্জাপুর নামক স্থানে ১৫এপ্রিল, শনিবার বেলা সাড়ে ১১টায় হানিফ কোচ ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ২জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, ঢাকা গামী হানিফ কোচ ঢাকা মেট্টো -গ ১৪-৭৯৩৮নং গাড়িটি বিরামপুর শহর অভিমুখে আসা ব্যাটারি চালিত অটো ভ্যানটিকে মুখোমুখি আঘাত হাতে। এতে ঘটনাস্থলে উপজেলার আয়ড়া মোড় গ্রামের ভ্যান চালক বুটলা বর্মণ(৪৮) নিহত হয়। পরে ভ্যানে থাকা ৩ যাত্রী আহত অবস্থায় উপজেলা চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পর জেজিন্তা বর্মণ (২৩) এক মহিলার মৃত্যু হয়। স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করে থানায় সোর্পদ করে।


