মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): ৬ ডিসেম্বর বিরামপুর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে পরিষদের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশতাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মরহুম আনিসুর রহমান বাবুলের সন্তান জুনায়েদ রহমান, বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, সাংবাদিক মাহমুদুল হক মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তন্ময় হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বিরামপুর উপজেলায় মহান মুক্তিযোদ্ধে স্থানীয় মুক্তিযোদ্ধাদের অবদান ও ভূমিকার উপর পুস্তিকা প্রকাশ ও এলাকার বদ্ধভূমিগুলো সংরক্ষণের জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও উদ্যোগ কামনা করেন। আলোচনা সভা শেষে দোয়া মুনাজাত করা হয়।