বিরামপুর আদর্শ হাইস্কুলে বর্ণাঢ্য আয়োজনে মাতৃভাষা দিবস উদযাপন

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর বোর্ডের স্বনামধন্য ও বিরামপুর উপজেলার সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ হাইস্কুল অমর একুশে ফেব্রæয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছে।

পূর্ব কর্মসূচি অনুযায়ী ২১ ফেব্রæয়ারী, বুধবার সকাল ৭ টায় প্রভাত ফেরী নিয়ে বিরামপুর কলেজ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে বিদ্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা ও শেষে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগীতার বিষয় ছিল তথ্য-প্রযুক্তির অপব্যবহারই নতুন প্রজন্মকে বাংলা বিমূখ করছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান মডারেটরের দ্বায়িত্ব পালন করেন। তর্ক-বিতর্ক শেষে পক্ষ দলকে বিজয়ী ঘোষনা করা হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।