
মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উৎসব-২০১৭ উদযাপিত হয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠাকাল হতে আজ পর্যন্ত সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা এ উৎসবে অংশগ্রহণ করেন।
২৪ মার্চ, শুক্রবার সকাল ১০ টায় বিদ্যালয় অভ্যন্তরে বেলুন ও পায়রা উড়িয়ে জয়ন্তীর উদ্ভোধন করা হয়। এরপর এক বণার্ঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফিরে আসে এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান। হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কথা সাহিত্যিক ও জাতীয় মানসিক স্বাস্থ ইন্সটিটিউট-এর প্রফেসর ড. মুহিত কামাল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. শাহনেওয়াজ আলী। আরো উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ সচিব ও হীরক জয়ন্তী উদযাপন
কমিটির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবীর, বিরামপুর উপজেলা চেয়ারম্যান ও হীরক জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আলহাজ্ব পারভেজ কবীর, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার, উপজেলা নির্বাহী অফিসার এস.এম মনিরুজ্জামান আল-মাসউদ, দিনাজপুর পল্লী বিদ্যূত সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) সন্তোস কুমার সাহা, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিশির কুমার, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী প্রমূখ। আলোচনা সভা শেষে বিকেলে দেশের বরেণ্য শিল্পিদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।