বিরামপুর প্রথম শ্রেণীর পৌরসভা চত্তরে ১৩২ জন বয়স্ক-প্রতিবন্ধী পেলেন ভাতার কার্ড

রেজওয়ান-দিনাজপুর বিরামপুর প্রথম শ্রেণীর পৌরসভা চত্বরে দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক মঙ্গলবার  বয়স্ক প্রতিবন্ধী ও বিধবার হাতে ভাতার কার্ড তুলে দিয়েছেন।

মঙ্গলবার  বিরামপুর পৌরসভা চত্বরে ১৩২ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর মাঝে ভাতা’র কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক কার্ড বিতরণ করেন। পৌর মেয়র লিয়াতক আলী সরকার টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিবলী সাদিক এম,পি, ভারপ্রাপ্ত ইউ,এন,ও এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, সমাজ সেবা কর্মকর্তা ময়নুল হক, কাউন্সিলর মিজানুর রহমান প্রমুখ ।

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষ্যে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় রেলীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন , ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন , একাডেমীক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার, সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, সহকারী মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৭০ জন প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবার মাঝে ভাতা প্রদান করা হয়।