
সাভারের বিরুলিয়ায় মধ্যরাতে একটি পোল্ট্রি মুরগির খামারে আগুন দিয়ে প্রায় দেড় হাজার মুরগিসহ খামার পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শনিবার (৩০ জানুয়ারি) খামারের মালিক এখালছুর রহমান সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বিরুলিয়ার ছোট কালিয়াকৈর উত্তরপাড়া এলাকায় এখলাছুর রহমানের মালিকানাধীন খামারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এখালছুর রহমান বলেন, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বাসায় গেছি। এরপর দুর্বৃত্তরা খারামের বেড়ায় মশাল দিয়া আগুন লাগায় দিছে। এটা পরিকল্পিত। দেড় হাজার মুরগি মরে গেছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, আগুন দিয়ে ফার্মের অনেক মুরগি পুড়িয়ে দেওয়ার অভিযোগ পেয়েছি। আমাদের অফিসার ঘটনা তদন্ত করছেন।