বিনোদন ডেস্ক : মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। বির্তক যেন তার পিছুই ছাড়ে না। এবার যৌনতা নিয়ে মুখ খোলে বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী।
জেনিফার অভিনীত ‘হরিবল বসেস’ সিনেমাটি ২০১১ সালে মুক্তি পায়। এ সিনেমায় তিনি একজন যৌন আসক্ত মহিলার ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান। সম্প্রতি তার অভিনীত নতুন সিনেমা ‘অফিস ক্রিসমাস পার্টি’র প্রচারণায় হাজির হয়েছিলেন ‘দ্য ওয়ান শো’ লাইভ অনুষ্ঠানে। এতে এ সিনেমার গল্প নিয়ে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন তিনি। আর তারপরই বিতর্কের ঝড় উঠে এই অভিনেত্রীকে নিয়ে।
সিনেমার গল্প বলতে গিয়ে ‘সেক্স টয়’ প্রসঙ্গ তুলেন এই অভিনেত্রী। শিশুদের উপস্থিতিতে এ বিষয়ে লাইভে কথা বলছিলেন জেনিফার। তাই তার এ্ই ভুল আর শুধরে নেয়ার সুযোগ ছিল না। আর অনুষ্ঠানটি সম্প্রচারের সঙ্গে সঙ্গেই তুমুল সমালোচনার ঝড় উঠে।
কিছুদিন আগে বিমানের ককপিটে পাইলটের সঙ্গে অন্তরঙ্গভাবে মিশেছেন ‘ফ্রেন্ডস’ খ্যাত মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। লাইভ শোতে এ অভিজ্ঞা শেয়ার করে সমালোচনার মুখে পড়েন তিনি।