
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বিলাসবহুল গাড়িতে করে ইয়াবা বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রের সদস্য শাহ জামালকে প্রিমিও গাড়িসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি একটি কলেজের মালিকও।
রোববার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে ভাটারা থানার হাজী আব্দুল লতিফ ম্যানশনের সামনের রাস্তায় প্রিমিও গাড়িতে অভিযান পরিচালনা করে জামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই থানার প্রগতী স্বরণীর একটি ফ্ল্যাট থেকে আরো ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা বলেন, ‘জামাল রাজধানীর কুইন মেরী কলেজের মালিক। কলেজের ওপর তার নিয়ন্ত্রিত একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে পরে তার নিজস্ব প্রিমিও গাড়ি দিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করে।’