বিলিয়নিয়ার হয়েও ভক্তদের কাছে টাকা চাইলেন কাইলি

বিশ্বের সর্বকনিষ্ঠ ‘বিলিয়নিয়ার’ মধ্যে একজন হলেন মডেল ও অভিনেত্রী কাইলি জেনার। কিন্তু সেই কাইলি এবার টাকা চাইলেন ভক্তদের কাছে। তবে নিজের জন্য নয়, মেকআপ আর্টিস্টের জন্য।

কিছুদিন আগে দুর্ঘটনার মুখে পড়েছিলেন কাইলির মেকআপ আর্টিস্ট স্যামুয়েল রাউডা। তার অপারেশন করতে ৬০ হাজার মার্কিন ডলার প্রয়োজন। তা জানিয়েই টুইটারে সাহায্যের আবেদন করেছেন কাইলি।
তার এমন পদক্ষেপের সমালচনা করছেন অনেকেই। কাইলির মতো একজন বিলিয়নিয়ার ব্যক্তিত্ব নিজের কর্মীর চিকিৎসার জন্য কি টাকা খরচ করতে চাইছেন না? এমনই প্রশ্নের মুখে পরেন তিনি। কিন্তু সমালোচনার বিষয়ে নিয়ে মুখ খোলেননি কাইলি।