
মোঃ ফারুক, রিপোর্টারঃ গাজীপুর জেলার টঙ্গী পাগাড় ঝিনুক মার্কেট এলাকায় সুমি আক্তার এর নামে এক মহিলা যৌন নির্যাতনের শিকার । নির্যাতনের শিকার সুমি জানান; আমি যে বাড়ীতে ভাড়া থাকি সে বাড়ীর ম্যানেজার বিল্লাল হোসেন আমাকে বিভিন্ন সময় উক্তত করে আসছিল, আমি আমার আত্মীয়-স্বজনদের বিষয়টি জানালে তারা আমাকে পরামর্শ দেয় তুই বাসা ছেড়ে দে তখন আমি বিল্লালকে বললাম আগামী মাসে বাসা ছেড়ে দিব, এই কথা শুনে বিল্লাল আরো ক্ষিপ্ত হয়ে উঠে, হটাৎ একদিন রাতে বিল্লাল আমার সাথে কথা আছে বলে আমার ঘরে ডুকে পরে, আমাকে ঝাপ্টে ধরে আমি চিৎকার করতে চাইলে,সে আমাকে ভয় দেখিয়ে বলে, আমার কিছু হবে না তুই মেয়ে মানুষ তোর মানসম্মান চলে যাবে, বিল্লাল আমার সাথে জোড় করে আমাকে নির্যাতন করে চলে যায়, মানসম্মানের ভয়ে আমি কাউকে কিছু বলিনি, বেশকিছু দিন পর আমি বুঝতে পারি যে আমার পেটে বাচ্চা, তখন আমি লজ্জা ভয়ে ভেঙ্গে বিল্লাল কে বলি ভাই আপনি এটা কি করছেন আমার পেটে তো বাচ্চা, তখন বিল্লাল আমাকে বাজার থেকে বাচ্চা নষ্ট করার জন্য ঔসধ এনে দেয়, ঔসধ খেয়ে আমি পরের মাসে ঠিক হয়ে যাই, কিন্তু বিল্লাল আমার পিছু ছাড়ছিল না, সে আমাকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে যাচ্ছে, আমি কোন উপায় খুজে না পেয়ে গত ২৪/০৭/২০১৭ইং ও ২৫/০৭/২০১৭ইং তারিখে টঙ্গী মডেল থানায় দু’টি জিডি করি যাহার নং ১১৭০ অপরটি ১২১৮ আমি এই নারী খেকো বিল্লালের হাত থেকে মুক্তি চাই এ বিষয়ে মুঠো ফোনে বিল্লালের সাথে যোগাযোগ করার চেস্টা করা হলে তিনি ফোনে পাওয়া যায়নি ।