
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে বাকবিতণ্ডা (বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা) চলাকালে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
ওই দুই প্রার্থী হলেন- সিরাজুল ইসলাম মণ্ডল (ঘুড়ি মার্কা), মতিউর রহমান মতি (ঠেলাগাড়ি মার্কা)।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মইনুল হক বলেন, ‘দুই প্রার্থীর মধ্যে বাকবিতণ্ডা চলছিল। এ সময় তাদের সমর্থিত নেতা-কর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তাড়িয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র নেই। কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে। আশা করছি কোনো গণ্ডগোল হবে না। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।’