
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তীব্র জনবল সংকটে ভুগছে। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীসহ হাসপাতালটির ৯৮ পদ ফাঁকা পড়ে রয়েছে। পাশাপাশি আধুনিক সব সরঞ্জামসহ সুসজ্জিত অস্ত্রোপচার কক্ষ থাকলেও হাসপাতালটিতে দীর্ঘ তিন বছর ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। চিকিৎসক ও জ্বালানি সংকটের জেরেই হাসপাতালটিতে অস্ত্রোপচার করা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শূন্য পদ ও অস্ত্রোপচার না হওয়ায় হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন না। অনেক পরীক্ষা-নিরীক্ষা বাহিরে তিনগুণ বেশি টাকায় করাতে হচ্ছে রোগীদের। এতে বিপাকে পড়েছেন উপজেলার ১০ ইউনিয়নের প্রায় চার লাখ মানুষ।
রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকায় স্থাপিত এ স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেন। কয়েক বছর ঠিকঠাক চললেও এরপর থেকে জনবল সংকটের জেরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালটি।
সংশ্লিষ্টরা জানান, অস্ত্রোপচার বন্ধ থাকায় এবং চিকিৎসক ও জনবল সংকটে হাসপাতালের সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। প্রসূতিদের অস্ত্রোপচারের জন্য একজন গাইনি সার্জনসহ জনবল খুবই প্রয়োজন। হাসপাতালে অবেদনবিদ থাকলেও স্ত্রীরোগ বিশেষজ্ঞ নেই।
দুই বছর আগে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির নামে একটি প্রকল্পের অধীনে হাসপাতালে একটি জেনারেটসহ কোটি টাকার যন্ত্রপাতি আনা হয়। তবে তা ব্যবহার না করায় অচল অবস্থায় পড়ে আছে। নষ্ট হচ্ছে যন্ত্রপাতি।
খোঁজ নিয়ে জানা যায়, এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ মোট পদ রয়েছে ২০৩টি। এর মধ্যে ৯৭টি পদ শূন্য। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ৩১টি। এর বিপরীতে কর্মরত রয়েছেন ১৮ জন। চিকিৎসা কর্মকর্তাদের আটটি পদের চারটি শূন্য। জুনিয়র কনসালট্যান্ট ১০টি পদের বিপরীতে কর্মরত আছেন পাঁচজন। বিশেষজ্ঞ পদে কোনো চিকিৎসক নেই। ডেন্টাল সার্জন রয়েছেন মাত্র একজন।
অর্থোপেডিক, চক্ষু, চর্ম ও যৌন, নাক-কান-গলা, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের মতো গুরুত্বপূর্ণ পদগুলো সৃষ্টি করা হলেও আজও পদায়ন করা যায়নি। এ ছাড়া হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স ৩০ জনের মধ্যে আছেন ১৫ জন। ওয়ার্ড বয়, আয়া ও পরিচ্ছন্নতাকর্মীর ২৪টি পদের বিপরীতে আছে ১১ জন।
হাসপাতালটিতে ২০০৭ সালে অপারেশন থিয়েটার (ওটি) চালু হয়। সেই থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরণের অস্ত্রোপচারই চালু ছিল। এরপর তা বন্ধ হয়ে যায়। তিন বছর ধরে চালুর উদ্যোগ নিলেও জেনরেটর ও লোকবলের কারণে পুনরায় অস্ত্রোপচার চালু করা যাচ্ছে না।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত জানুয়ারি থেকে জুলাই—এ সাত মাসে ২৫ হাজার ৭৪৫ রোগী বহির্বিভাগে সেবা নিয়েছেন। এর মধ্যে ১২ হাজার ৮৮১ জন নারী এবং এক হাজার ৯৪৯ জন শিশু রোগী; অর্থাৎ মাসে গড়ে এখানে প্রায় সাড়ে পাঁচ হাজার রোগী বহির্বিভাগে সেবা নেন। গত জুন মাসে প্রতিদিন গড়ে ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, ‘অস্ত্রোপচার কক্ষ চালু করতে পারলে মানুষ উপকৃত হতো। অবেদনবিদ না থাকার পরও অস্ত্রোপচারকক্ষ চালু করেছিলাম। গত দুই বছর ধরে তা বন্ধ রয়েছে। বিশেষ প্রয়োজনে তা চালু করা হয়। জনবল সংকটের বিষয়টি প্রতি মাসের প্রতিবেদনেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। কোন লাভ হচ্ছে না।’