নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ।
রোববার পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ আরো জানায়, শনিবার সকাল থেকে রোববার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের অনেকের বিরুদ্ধে মাদক আইনে মামলাও রয়েছে।
তাদের কাছ থেকে ১ হাজার ১৫৭ পিস ইয়াবা, ৪৬১ গ্রামের ২৫৫ পুড়িয়া হেরোইন, ৯ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১২০ বোতল ফেন্সিডিল, মদ-বিয়ার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।