
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, গাঁজা , ও ইনজেকশন উদ্ধার করা হয়। এ ব্যাপারে পৃথক থানায় মামলা করা হয়েছে।