নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট ম্যাচ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
মাঠে ও সড়ক পথে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপি চার ধরনের নিরাপত্তা নির্দেশনা দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই নির্দেশনা দেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।
নির্দেশনার মধ্যে রয়েছে: ১.ব্যাগ, ব্যাকপ্যাক, বোতল, ক্যান, সফট ড্রিংকস, টিফিন বক্স, ক্যামেরা, পানির বোতল অর্থাৎ কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। ভেতরে খাবার ও পানীয় কেনার ব্যবস্থা থাকবে।
২. চাকু, ছুরি, ধারালো অস্ত্র, লাঠি, পাথর নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না,
৩. লাঠিবিহীন জাতীয় পতাকা, প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে,
৪. কোনো প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস, ক্যাবল বা তার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।
সভায় পুলিশ কমিশনার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট ম্যাচ চলাকালীন নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নিরাপত্তা নির্দেশনা, পরামর্শ প্রতিপালনের জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।
সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন, বিসিবি, বিভাগীয় কমিশনার, সিডিএ, র্যাব-৭, জেলা প্রশাসন, ভেন্যু ম্যানেজার, ডিজিএফআই, এনএসআই, চমেক হাসপাতাল, ওয়াসা, এপিবিএন, বাংলাদেশ রেলওয়ে, বিভাগীয় তথ্য অফিস, পিডিবি, সিভিল সার্জন, বিআরটিএ, এয়ারপোর্ট ম্যানেজার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হোটেল রেডিসন ব্লু এর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।