
স্বারক নং: সি.পি.বি.ডি.২৫.০০০০.৫.১৪.১২৪৫
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফখরুল ইসলাম (শান্ত), মোছাঃ ফাহিমা বেগম, মোঃ সেলিম খাঁন ও মোঃ ইরফান আলী (চুনু) – এ চারজন ব্যক্তি জাতীয় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি’র সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাঁরা উক্ত প্রকাশনা কিংবা এর কোনো শাখা, সম্পাদনা বোর্ড, প্রতিবেদন কার্যক্রম অথবা সাংগঠনিক কাঠামোর সদস্য নন।