বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে নতুন ফ্রিজ বসাতে ২৪ মিলিয়ন ডলার বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক : ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সফরসঙ্গীদের বহনকারী নির্ধারিত বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে নতুন ফ্রিজ বসাতে ২৪ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।

এ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বিমান নির্মাণের বিখ্যাত কোম্পানি বোয়িংকে। এয়ার ফোর্স ওয়ানে দুটি বিশালাকৃতির ফ্রিজ স্থাপন করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিদেশ সফরের সময় ফার্স্ট লেডি মেলানিয়া, সফরসঙ্গী সাংবাদিক ও কর্মকর্তাদের জন্য যাতে কয়েক সপ্তাহের খাবার মজুত রাখা যায়, সেজন্যই রেফ্রিজারেটরের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দেওয়া তথ্যমতে, এয়ার ফোর্স ওয়ানে স্থাপিত ফ্রিজ এরই মধ্যে প্রায় ২৫ বছর পার করেছে। তবে বর্তমানে তা অনির্ভরযোগ্য হয়ে উঠেছে। ফলে নতুন ফ্রিজ স্থাপনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বহনের জন্য নির্ধারিত দুটি বিমান রয়েছে। এর মধ্যে যখন যে বিমানটিতে প্রেসিডেন্ট ভ্রমণ করেন, সেটিকেই এয়ার ফোর্স ওয়ান বলা হয়। অর্থাৎ একই নামে দুটি বিমান রয়েছে।

প্রতিরক্ষা বিভাগের চুক্তিবিষয়ক এক নোটিশে জানানো হয়েছে, ২০১৯ সালের অক্টোবর মাসের মধ্যে ফ্রিজ বসানোর কাজ শেষ হবে।