
ক্রীড়া ডেস্ক: ২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য শেষ দল হিসেবে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে পেরু। বাছাইপর্বের প্লে-অফে গোলশূন্য প্রথম লেগের পর ফিরতি লেগে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারায় পেরু।
৩২তম ও শেষ দল হিসেবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিল পেরু। ১৯৮২ সালের পর এই প্রথম বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করল কনমেবল অঞ্চলের দেশটি।
দক্ষিণ আফ্রিকা অঞ্চলে বাছাইপর্বে পঞ্চম হয়েছিল পেরু। ফলে প্লে-অফে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হয়েছে তাদের। ঘরের মাঠে ম্যাচের ২৮তম মিনিটে পেরুকে এগিয়ে দেন জেফারসন ফারফান। এরপর ম্যাচের ৬৫তম মিনিটে ক্রিস্তিয়ান রামোস ব্যবধান দ্বিগুণ করেন। বাকি সময়ে ম্যাচটিতে আর কোন গোল হয়নি। ফলে ৩৬ বছর পর বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট পায় ফিফা র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা পেরু।
ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে প্লে-অফে খেলার সুযোগ পায় নিউজিল্যান্ড। তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলার অপেক্ষায় ছিল দেশটি। কিন্তু শক্তিশালী পেরু বাঁধা পেরিয়ে যেতে পারেনি নিউজিল্যান্ড।