
আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান হোসেনকে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন.
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চর বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালীন পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) এলাকায় দিনেদুপুরে গণমাধ্যমের উপস্থিতিতে কয়েক জনের হাতে নৃশংসভাবে খুন হন দর্জির দোকানের কর্মী বিশ্বজিৎ দাস। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরে।