সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের ৭০ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত রয়েছে। বিভিন্ন ওয়েবসাইটগুলো যোগাযোগের সর্বাধুনিক মাধ্যম হিসেবে বিবেচিত।
কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারে সমস্যার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ১০টার পর থেকেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। জানা গেছে, সার্ভারে ত্রুটির জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমন সমস্যা হচ্ছে।
বড় ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ জানিয়েছে, হাজার হাজার ব্যবহারকারী বিষয়টি নিয়ে প্রতি মুহূর্তেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে অসুবিধার অভিযোগ দিচ্ছেন।