নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে পলিটিক্যাল রুম থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে যারা সুযোগ পাবে, তারা তাদের যোগ্যতা অনুযায়ী হলে রুম পাবে, সিট পাবে। তাহলে হলে কেন পলিটিক্যাল রুম থাকবে? সংগঠন তাদের মিছিলে লোক বাড়ানোর জন্য পলিটিক্যাল ব্যানারে ছাত্রদের রুম দেয়, সিট দেয়।’
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে (টিএসসি) বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় ওয়াবদুল কাদের এসব কথা বলেন।
সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের রোজনামচা’ বই বিতরণ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন- বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের প্রধান কাজ হলো দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা। কিন্তু তারা কী করছে? তারা দল ভারী করার জন্য পরগাছাদের স্থান দিচ্ছে। এতে ভালো ফল পাওয়া যায় না। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আর এসব কিছু ঘটে বলেই পূর্বসুরি হিসেবে আমি লজ্জা পাই, সরকার লজ্জা পায়, সভানেত্রী শেখ হাসিনা লজ্জা পান। এতে আমাদের উন্নয়ন ম্লান হয়ে যায়।’
ছাত্রলীগের বই বিতরণের সমালোচনা করে তিনি বলেন, ‘বই ক’জন পড়ে বা নিয়মিত পত্রিকা ক’জন পড়ে এটা আমার প্রশ্ন। এখানে অনেকে আছেন যারা বই পাওয়ার পর তাদের বাবা-মায়ের যে বুকসেলফ আছে সেখানে নিয়ে রেখে দেবেন। অথবা পড়ার টেবিলে রেখে দেবেন। একবারের জন্য খুলেও দেখবেন না। তাহলে এতো ঘটা করে বই বিতরণের কী দরকার। আসল কথা হলো আমাদের সবার মধ্যে আগে পাঠাভ্যাস বাড়াতে হবে।’
ছাত্রলীগের মধ্যে বিভিন্ন গ্রুপ তৈরি হওয়ার কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের। তার মতে, ছাত্রলীগ শুধু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার। এটা নিয়ে যারা গ্রুপিং করার চেষ্টা করছে তারা ঠিক করছে না। এজন্য সাবেক নেতা-কর্মীদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘অনেকে আমার কাছে আসে। কেউ বলে আমি অমুক ভাইয়ের গ্রুপ মেইনটেইন করি, কেউ বলে আমি তমুক ভাইয়ের গ্রুপ মেইনটেইন করি, সোহাগ ভাইয়ের গ্রুপ মেইনটেইন করি, জাকির ভাইয়ের গ্রুপ মেইনটেইন করি। এ বিষয়ে আমি বলব, ছাত্রলীগে কোনো গ্রুপ নেই। যারা গ্রুপ করছেন তারা ভুল করছেন। তোমরা তোমাদের আগের নেতাদের কাছ থেকে শিক্ষা নাও। তারাও গ্রুপ করত। এখন তাদের অবস্থা কী তা দেখে নাও। ছাত্রলীগের কোনো গ্রুপ নাই। এটি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সংগঠন।’
ছাত্রলীগের কর্মকাণ্ডের সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘ছাত্রলীগ যা বলে তা কী করে? বাস্তবে তা একটি বিরাট প্রশ্ন। আমি তাদের অনেক আগে বলেছিলাম, আপনারা নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান করেন। বর্তমান কমিটি এটি করতে পারল না।’
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা বার বার বলে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে হবে। তা না হলে নির্বাচনে যাবে না। অথচ মির্জা ফখরুল বলছেন, সংসদে তাদের ৩০০ আসনের বিপরীতে ৯০০ প্রার্থী রয়েছে। এর মানে তারা এই সরকারের অধীনে নির্বাচন করতে চায় এবং তাদের মধ্যে আসন নিয়ে এখনই মারামারি শুরু হয়ে গেছে।’


