
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ও কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসব ২০১৬’।
এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কলকাতায় পৌঁছেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক ড. নুর-ই-ইসলাম সেলু বাসেত এ তথ্য জানান। তিনি বলেন, উপাচার্য আজ সন্ধ্যায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করবেন। দুদিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে আজ ও শনিবার। উৎসব শেষে আগামীকাল উপাচার্য দেশে ফিরবেন।
ওই উৎসবে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা ও সংগীত বিভাগের চেয়ারম্যান মহসীনা খানমসহ নৃত্যকলা ও সংগীত বিভাগের ২৫ জন শিক্ষক ও শিক্ষার্থী এরই মধ্যে কলকাতায় পৌঁছেছেন বলে জানান তিনি।
কর্মসূচি অনুযায়ী- উৎসবের প্রথম দিন দেশের গান ও শেষ দিন লোকগান পরিবেশন করবে সংগীত বিভাগ। এ ছাড়া শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ মঞ্চস্থ করবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে তৈরি ‘সোনাই মাধব’ নৃত্যনাট্য।