নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাংক আমাদের কেন অপমান করলো? আমাদের প্রধানমন্ত্রীকে হেয় করলো তার কোনো উত্তর যদি না পাই তাহলে আমাদের কোনো প্রকল্পে বিশ্বব্যাংকের কোনো ফান্ড আসবে কিনা তা গভীরভাবে ভেবে দেখতে হবে।
বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় গণ গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘ট্যানারি শিল্প স্থানান্তর-পরিবেশ সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
কাদের বলেন, ‘দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্পে প্রতিশ্রুত অর্থায়ন থেকে চার বছর আগে বিশ্ব ব্যাংক সরে দাঁড়ানোর পর নিজস্ব অর্থায়নে কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। ওই ষড়যন্ত্রের অভিযোগের বিচারের রায়ে শুক্রবার কানাডার আদালত তার দেশের কোম্পানির বিরুদ্ধে বিশ্ব ব্যাং ক উত্থাপিত দুর্নীতির অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ার কথা জানায়।’
মন্ত্রী বলেন, ‘আমরা চোর নই, বীরের জাতি। সন্দেহবশত বিশ্বব্যাংক পদ্মাসেতু প্রকল্পে কেন বাংলাদেশকে অপমান করলো, তার জবাব দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘এখন পদ্মাসেতু শুধু একটি সেতু নয়। পদ্মাসেতু এখন আমাদের সক্ষমতা, সম্মান, অহংকারের প্রতীক। হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের উপর জোড় দিয়ে সড়কমন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। মন্ত্রণালয় সেই নির্দেশ বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা নিচ্ছে। ঢাকা নগরীকে রক্ষা করতে হলে ট্যানারি স্থানান্তর অত্যন্ত জরুরি। যতো দ্রুত ট্যানারি সরানো যাবে ঢাকাবাসীর জন্য ততো বেশী মঙ্গল হবে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হবে। ট্যানারি স্থানান্তর করতেই হবে। দেশের স্বার্থে ট্যানারি মালিকেরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করবেন বলে আমি আশা করি। এক সময় মানুষ পরিবেশ ধ্বংস করেছে। এখন প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। এখন শীতকালে শীত নেই। শীতকালে বসন্ত এসে গেছে। এবার বজ্রপাতে ২০০ মানুষ মারা গেছে। বিষয়টি ভেবে দেখা দরকার।’
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নাসরিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যায়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. হাবিবুর রহমান।