নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বব্যাংকের ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জলবায়ু ন্যায্যতা সপ্তাহ ২০১৬’ শীর্ষক সমাপনী সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি করে।
এই সঙ্গে গত ৫ বছরে জলবায়ু পরিবর্তনে অনেকটা ইতিবাচক পরিবর্তন দেখা গেছে বলেও জানিয়েছে টিআইবি। এজন্য সরকারের ইতিবাচক পদক্ষেপের প্রসংশা করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু তহবিলে বিশ্বব্যাংকের ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে গত ৪ বছরে আমাদের ১৮ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।’
তিনি বলেন, জলবায়ু মোকাবিলায় বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নে ৪০০ মিলিয়ন ডলার দিয়েছে। আর যাদের কারণে বাংলাদেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছ থেকে পাওয়া গেছে ১৩০ মিলিয়ন। এক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট সাহস দেখিয়েছে। এজন্য প্রধানমন্ত্রীও জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছেন।
ইফতেখারুজ্জামান বলেন, বিগত ৫ বছরে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যথেষ্ঠ ইতিবাচক পরিবর্তন হয়েছে।
এখাতে যে তহবিল গঠন করা হয়েছে তাতে ফান্ড কম বলেও মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।