বিশ্বব্যাপী বেড়েছে করোনায় মৃত্যু, কমেছে শনাক্ত

মহামারি করোনাভাইরাসের তাণ্ডব দিন দিন কমে আসছে। বিস্তার ঠেকাতে বিশ্বের দেশে দেশে স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি অব্যাহত রয়েছে টিকা প্রয়োগ কার্যক্রম। ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। কয়েকদিন আগেও ডেলটা, ওমিক্রন ধরনের কারণে নিত্যদিন করোনার ভীতিকর অবস্থা দেখতে হয়েছিল বিশ্ববাসীকে।

শুক্রবার (২৫ মার্চ) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৪ হাজার ৩১৮ জন। এ সময় মারা গেছেন আরও ৪ হাজার ৮৩০ জন। যা গতকালের মৃত্যুর চেয়ে একটু বেশি।

এর আগে বৃহস্পতিবার (২৪ মার্চ) করোনায় আক্রান্ত হন ১৭ লাখ ৯৫ হাজার ৮৬৬ জন। এ সময় মারা যান আরও ৪ হাজার ৬৭১ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৮১ লাখ ৮৩ হাজার ৬৩০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১ কোটি ২৭ লাখ ৯৪ হাজার ২৮২ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৩৩ হাজার ৬৬৫ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৯৫৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২ হাজার ৩৫৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ১৬ হাজার ১৪৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৭৮৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৬৮১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৮ হাজার ৩৬৭ জনের।