২০২৪ সালে বিশ্বব্যাপী সংঘাতে প্রায় ১২ হাজার শিশু নিহত বা আহত হয়েছে। এর ৭০ শতাংশই বিস্ফোরক অস্ত্রের কারণে। গাজা, সুদান, মিয়ানমার, ইউক্রেন ও সিরিয়ায় শিশু হতাহতের হার সবচেয়ে বেশি। বিস্ফোরণ ও মানসিক আঘাত দীর্ঘমেয়াদি ক্ষতি তৈরি করছে বলে সতর্ক করেছে সেভ দ্য চিলড্রেন।
গত বছর বিশ্বব্যাপী সংঘাতে প্রায় ১২ হাজার শিশু নিহত বা আহত হয়েছে। এর ৭০ শতাংশই বিস্ফোরক অস্ত্রের কারণে। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি বলছে, ২০০৬ সালে এসব ঘটনার নথিভুক্তকরণ শুরুর পর থেকে শিশু হতাহতের সংখ্যা ২০২৪ সালেই সর্বোচ্চে পৌঁছেছে। এই সংখ্যা ২০২০ সালের তুলনায় ৪২ শতাংশ বেশি। ২০২৪ সালে শিশু হতাহতের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে। এরপর রয়েছে সুদান, মিয়ানমার, ইউক্রেন ও সিরিয়া।
ইউনিসেফের তথ্য বলছে, ইসরায়েলি হামলায় গাজায় ৬৪ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে। ঘরবাড়ি, স্কুল ও হাসপাতাল বিধ্বস্ত হওয়ায় জরুরি চিকিৎসা ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। সেভ দ্য চিলড্রেন বলছে, গাজায় এখন আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় শিশু অঙ্গচ্ছেদ জনগোষ্ঠী তৈরি হয়েছে।
সুদানে প্রায় ১ কোটি শিশু সক্রিয় যুদ্ধক্ষেত্রের পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাস করছে। ২০২৩ সালে সেখানে ১ হাজার ২০০ শিশু নিহত বা আহত হয়েছিল। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৯ জনে। ইউক্রেনে বিস্ফোরক অস্ত্রে আহত শিশুদের হার ৭০ শতাংশ বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, শারীরিক গঠন, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য ও আচরণগত কারণে বিস্ফোরক হামলায় শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে আহত শিশুদের চিকিৎসা জটিল। অঙ্গচ্ছেদ বা অস্ত্রোপচারের পর দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য বিশেষ দক্ষতা ও পরিকল্পনা প্রয়োজন।
যুদ্ধ শেষ হলেও বিস্ফোরকের প্রভাব থেকে যায় বহু বছর। যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ যেকোনো সময় প্রাণহানি ঘটাতে পারে। আর বিস্ফোরণের মানসিক আঘাত একটি পুরো প্রজন্মের মানসিক স্বাস্থ্যের ওপর স্থায়ী দাগ ফেলতে পারে।


