বিশ্বের করোনামুক্ত ১০ কোটিরও বেশি

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে মেলেনি। করোনার দ্বিতীয় ঢেউ চলছে বিশ্বব্যাপী। এরই মাঝে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ২৭ লাখ ৩৫ হাজার এবং আক্রান্ত ১২ কোটি ৪২ লাখ মানুষ।

এর মাঝে স্বস্তির খবর হল করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২ লাখ ৫৭ হাজার ২৬১ জন।