বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি

গোপালগঞ্জ প্রতিনিধি : র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, বাংলাদেশের উন্নয়ন দেখে বিদেশিরা অবাক হচ্ছেন। আমাদের এমন একটি প্রজন্ম তৈরি করতে হবে, যারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে। এমন প্রজন্ম তৈরির দায়িত্ব রাষ্ট্রের, সমাজের ও পরিবারের।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সুইমিং পুল ও জিমনেসিয়াম কমপ্লেক্সে স্কুল দাবা ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন দেখে বিদেশিরা অবাক হচ্ছেন।

গোপালগঞ্জ সোশ্যাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন সভাপতি কাজী হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পৌর মেয়র কাজী লেয়াকত আলী লেকু, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ প্রমুখ বক্তব্য রাখেন।

দাবা ও স্কুল বিতর্ক প্রতিযোগিতায় জেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নিচ্ছে।