বিশ্বের বিভিন্ন দেশের রাজপথ উত্তাল

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনার মাঝেও বিশ্বের বিভিন্ন দেশের রাজপথ উত্তাল। নির্বাচনের আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর বিরোধী বিক্ষোভে উত্তাল রাজপথ। অন্যদিকে থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

শনিবার (২০ মার্চ) রাতে আবারও ব্যাংককের রাস্তায় জড়ো হয়ে সরকারবিরোধী বিক্ষোভ করেন শত শত মানুষ। আটককৃত নেতাদের মুক্তির দাবি জানায় গণতন্ত্রপন্থিরা। এ সময় নিরাপত্তা বাহিনী বাধা দিলে শুরু হয় সহিংসতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন।

এদিকে ডানপন্থি এক নেতাকে কারাদণ্ডের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। সারহি স্টেরনেনকো নামে ওই নেতাকে অপহরণ ও এক কাউন্সিলরকে মারার অভিযোগে সাত বছরের জেল দেন আদালত। এর প্রতিবাদ জানাতেই প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে জড়ো হয় তার সমর্থকরা। এ সময় ভবনে ব্যাপক ভাঙচুর চালায় তারা। পরে, পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা।

সাধারণ নির্বাচন সামনে রেখে শনিবার প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ হয়েছে ইসরাইলে। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন বিনইয়ামিন। আগামী মঙ্গলবার ভোট হবে ইসরাইলে।

বিভিন্ন দাবি নিয়ে গ্রিসে বিক্ষোভ করেছে অভিবাসীরা। নিরাপত্তা নিশ্চিত, অভিবাসীদের শিক্ষার ব্যবস্থা করার দাবিতে হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন হাজারো অভিবাসী।

এদিকে সম-অধিকারের দাবিতে তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ করেছে শত শত নারী। দেশটিতে নারী নির্যাতন বাড়ছে এমন অভিযোগ করেছে নারী নেত্রীরা। যদিও তা মিথ্যা দাবি করেছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।