
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক রাষ্ট্র পরিচালনার মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ আজ স্বনির্ভর একটি দেশে পরিণত হয়েছে। তাই উন্নয়ন ও অগ্রযাত্রা মানেই শেখ হাসিনা।
বুধবার (২৯ সেপ্টেম্বর) জার্মানির বার্লিন আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, এমপি এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বার্লিনে জার্মান আওয়ামীলীগের বার্লিন শাখার উদ্যেগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বীর মুক্তিযোদ্ধা, সাবেক বাণিজ্য মন্ত্রী লে. কর্নেল (অব) ফারুক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ তাঁর পথ খুঁজে পেয়েছে।
সংগঠনের নেত্রী নূরজাহান খান নূরীর সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন, বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জার্মান আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মালেক, জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর খান ও বার্লিন আওয়ামীলীগের শীর্ষ নেতা মো. শাহআলম।